ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 2664 বার
নবীনগর থানা পুলিশ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফারুক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সুত্র জানায়, সংস্লীষ্ঠ থানার এসআই/ সুখেন্দু বসুর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বৃহসপতিবার (০৬ জুলাই ) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পৌর এলাকার কোনাঘাট মোড়ে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ ওইসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ফারুক একই উপজেলার শ্রীরামপুর পূর্ব পাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
থানা সুত্র আরো জানায়, ওই আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেখিয়ে আজ সকালে তাকে জেলা কোর্টে প্রেরন করা হয়।