ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 2442 বার
নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়াবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। ওই এলাকায় ড্রেজারে বালি ফেলার কারনে পানি উপচে পরে সময়মত নিস্কাষন না হওয়ায় তা আটকে জলাবদ্ধতায় রুপ নিয়ে এ সমস্যার সৃষ্ঠি হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সরজমিন ওই ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, স্কুল, কলেজের অসংখ্য ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে গিয়ে কাদাযুক্ত পরিবেশে চরম ভোগান্তি নিয়ে পথ চলছে। হাসপাতাল পাড়ার একটি সড়কের অবস্থা এতটাই নাজুক যেখানে পথ চলতে হচ্ছে অসহনীয় ভোগান্তি নিয়ে।
স্থানীয়রা জানায়, ড্রেজারে বালু ফেলার কারণে এ সমস্যার সৃষ্ঠি হচ্ছে। ড্রেনের পানি বাধাগ্রস্ত হয়ে উপচে সড়কে উঠে পড়ায় গত দুইদিন ধরে এ দৃশ্য বিদ্যমান রয়েছে। তারা জানায়, গতকাল রাতে পানি কমে জনচলাচলে্র পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও আজ বিকেলে দিকে তা আবার পুর্বের অবস্থায় ফিরে আসে।
ওই এলাকার বাসিন্দারা এ দুর্ভোগ নিরসনে পৌর মেয়রের দৃষ্ঠি কামনা করেন।