ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 1016 বার
নবীনগর টুয়েন্টি ফোর ডট কম সাইটে ‘নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে’ শিরোনামে প্রকাশিত সংবাদে তথ্যগত ভুলের সংশোধনী প্রকাশ করা হল। মঙ্গলবার (১১/১০) দুপুরে প্রকাশিত ওই সংবাদে উল্লেখ করা হয় নবীনগর থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত ১১ কিঃমিঃ সড়কের পুনঃসংস্কার কাজ শুরু করা হলে সে সময়ে উপস্থিতি হিসেবে জিনদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, লাউর ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক এর নাম প্রকাশ করা হয়। যা ভুল বশত ছাপা হয়েছে। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন না। এছাড়াও সওজের উপসহকারী প্রকৌশলী আমির হোসেন ওই সময় উপস্থিত থাকলে তাকে উপজেলা প্রকৌশলী হিসেবে সংবাদে উল্ল্যেখ করা হয়।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য নবীনগর টুয়েন্টি ফোর ডট কম দুঃখ প্রকাশ করছে।
-সম্পাদক
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |