ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 2266 বার
গতকাল বুধবার ফতেহপুর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল এর বাষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহন মিয়া (সাবেক মেম্বার)।
এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন,
আইনজীবি সাদেক হোসেন সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, শিক্ষক মাহমুদুর রহমান (কাজল), আব্দুর শুক্কুর আলম, ইউপি সদস্য দিন মোহাম্মদ খান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য আলেয়া আক্তার, লুতফর রহমান, আবুল কাসেম, আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠান সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মজনু ও অধ্যক্ষ মোঃ বায়েজিদ।