দিপু আহমেদ | শনিবার, ০৬ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 2387 বার
লাউর ফতেহপুর গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে এসে ছোট্ট শিশু বাড়ি ফিরল লাশ হয়ে। শনিবার (৮/৬) সকালে হৃদয়বিদারক এ দৃশ্যের অবতারণা ঘটে।
সুত্র জানায়, চারগাছ গ্রাম থেকে চার বছরের ছোট্ট শিশু ইফা মনি ওই এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেই অানন্দে ছুটোছুটি করতো সারাদিন। আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাউর ফতেহপুর গ্রামের মোঃসাজাহান মিয়া শ্যালিকার মেয়ে ইফা মনি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।