| বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 437 বার
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বনপা’র (২০২০-২০২২ মেয়াদ) কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বনপা’র প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মসিহ উর রহমান এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ২৯ নভেম্বর শুক্রবার বনপা’র কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল নিম্নরূপ——–
ভোটার রেজিষ্ট্রেশনের শেষ তারিখ : ০১ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
নির্বাচন উপ কমিটি কর্তৃক চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের শেষ তারিখ : ১৫ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
মনোনয়ন পত্র বাছাই পূর্বক প্রার্থী তালিকা প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ : ১৮ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
নির্বাচন কমিশন কর্তৃক চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০১৯ রাত ৮টা পর্যন্ত।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের তারিখ : ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার সকাল ১০টায়।
নির্বাচনের স্থান : প্রিপ্রেটরী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা।
——————–
পরিচালনা উপ কমিটি————
নির্বাচন পরিচালনা উপকমিটির ‘আহ্বায়ক’ করা হয়েছে অধ্যাপক আকতার চৌধুরীকে। তাঁর সঙ্গে শাহাদাৎ হোসেন আশরাফ ও শামীম আহমেদ ‘সদস্য’ হিসেবে নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
(স্ব স্ব সাক্ষরিত)
প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)
বনপা নির্বাচন-২০১৯.
নতুন সদস্য কিভাবে হবেন——-?
বাংলাদেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকগণ আবেদনের মাধ্যমে বনপা’র সদস্য হতে পারবেন। এজন্য বনপার ওয়েব সাইট www.bonpa.org তে গিয়ে ‘সদস্য ফর্ম’টি “যথাযথভাবে” পূরণ করে ১ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রশন করলেই আপনি ‘নতুন সদস্য’ (ভোটার) হয়ে যাবেন।
তবে বনপা’র ওয়েব সাইটে ‘সদস্য’ হিসেবে যাঁদের নাম ও ছবি রয়েছে, তাঁদের নতুন করে সদস্য হতে আবেদন করার দরকার নেই।
এদিকে এক বিবৃতিতে বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন (০১৭১৬-৯৫৪৯১৯) ও সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি (০১৭২২-১৫৮১৩০) যে কোন বিষয়ে বিস্তারিত জানতে তাঁদের সঙ্গে কথা বলতে অনুরোধ জানিয়েছেন।
বৃহত্তর কুমিল্লা অঞ্চলে যাঁরা সদস্য হতে চান…..?
এদিকে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে থাকা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক/প্রকাশক হিসেবে যাঁরা বনপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চান, তাঁরা বনপা’র চট্টগ্রাম বিভাগের অন্যতম ‘সমন্বয়ক’ (বৃহত্তর কুমিল্লা অঞ্চল) গৌরাঙ্গ দেবনাথ অপুর (০১৭১১৪৪-৫৭৯১, ০১৯৬০-৮৪৩৮৭৭) সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
(প্রেস বিজ্ঞপ্তি)
যোগােযাগ——
গৌরাঙ্গ দেবনাথ অপু
সদস্য
কেন্দ্রীয় কার্যকরী কমিটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)
ও
সমন্বয়ক
নতুন সদস্য সংগ্রহ কমিটি
চট্টগ্রাম বিভাগ
(বৃহত্তর কুমিল্লা অঞ্চল)
০১৭১১-৪৪৫৭৯১.