ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৩ মে ২০১৯ | পড়া হয়েছে 627 বার
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম মুমিনুল হক সাইদ। গত ২৯ এপ্রিল সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হকির নতুন কমিটির নির্বাচনে সাইদ বিজয়ী হন। নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রশিদ সিকদার, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহমেদ রিপন ও মো. ইউসুফ আলী। দুই যুগ্ম-সম্পাদক পদে জয়ী হন মো. ইউসুফ ও কামরুল ইসলাম কিসমত। কোষাধ্যক্ষ হয়েছেন হুমায়ুন।
১৯টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন মোসাদ্দেক হোসেন পাপ্পু, মো. আলমগীর আলম, জাহিদ হোসেন, তৌফিকুর রহমান, বদরুল ইসলাম দিপু, খাজা তাহের লতিফ, জহিরুল ইসলাম মিতুল, জামিল আবদুর নাসের, মামুনুর রশিদ, মাহবুবুর রশিদ, আহমেদ ফয়সাল, শাফায়েত হোসেন, টুটুল কুমার নাগ, রফিকুল ইসলাম কামাল, শহিদুল্লাহ টিটু, হারুনুর রিংকু, তারেক এ এ আদেল, তারেকুজ্জামান ও জাফর আলম। জয়ের পর হকি উন্নয়নে সবাইকে মিলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক।