আশরাফুল হক আশরাফ | রবিবার, ২১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 2972 বার
বাঙ্গরা (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ খেলার মাঠে বৃক্ষরোপন করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা সহ বিনোদন ব্যবস্থা ব্যহত হওয়ায় আশংকা করছেন স্থানীয় অভিভাবক মহল।
উপজেলার শেষ সীমানায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে বাঙ্গরা বাজার সংলগ্ন এ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সারিবদ্ধ বৃক্ষ রোপন করে স্কুল কর্তৃপক্ষ। সরজমিন গিয়ে দেখা গেছে স্কুল কর্তৃপক্ষের ইচ্ছাতেই রবিবার (২১/৮) দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলার মাঠে বৃক্ষরোপন করা হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম ও সহকারী শিক্ষক এরশাদ মিয়া এ সময় বৃক্ষরোপনে অংশ নেন।
প্রতিষ্ঠানের খোলা মাঠে বৃক্ষরোপন করার ফলে যানবাহনের সোরগোল ও বাজারের হৈচৈ এর আওয়াজে এক অদ্ভুত পরিবেশে বেড়ে উঠবে এখানকার শিশুরা এমন ধারনা করছেন অভিভাবক মহল।
শিক্ষার্থীদের জন্য বিনোদন ব্যবস্থায় সবুজ মাঠ থাকলেও সেই মাঠে এখন আর ফুটবল নিয়ে দৌড়াতে পারবেনা কোমলমতি শিশুরা।
স্থানীয় সচেতন মহল জানান, উক্ত প্রতিষ্ঠানের আশপাশে বৃক্ষরোপনের পর্যাপ্ত খালি জায়গা থাকলেও মাঠ দখল করে বৃক্ষরোপনের ফলে শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠা থেকে বঞ্চিত করা হচ্ছে।