আলী করিম খন্দকার | বুধবার, ২৭ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1408 বার
নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে আজ রাত আনুমানিক ৯ টার দিকে অগ্নিকান্ড ঘটলে দুটি দোকান ঘর পুরে ভস্মিভুত হয় । এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী সুত্র জানায়।
আজ রাত ৯ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে বাজারের মুদি ব্যবসায়ী হারুন মিয়া ও সুমন মিয়ার দোকান ঘর পুরে যায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, বিদ্যুত আসার সাথে সাথেই ক্ষতিগ্রস্থ দোকান ঘর থেকে প্রথমে ধোয়া পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আপ্রান চেস্টা চালিয়ে তা নেভাতে সক্ষম হন।
আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে বাজার কমিটির সভাপতি জহর মিয়ার ছোট ভাই রবি মিয়া (৩২) অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিতসা দিতে সদর হাসপাতালে নেয়া হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে খবর পাওয়া গেছে।
শেষ খবরে জানা যায়, আগুন নিয়ন্ত্রনে আনার অনেক পরে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছেছে।