দিপু আহমেদ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2329 বার
উপজেলার বাঙ্গরা বাজারে হারুন টেলিকম নামে এক প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৯/১০) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পাশে খালের উপরে দোকানে অবস্থিত। দোকানের নিচের কাঠের মাচা ভেঙ্গে চুরেরা ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। দোকান মালিক কাইয়ূম মিয়া জানান,এতে নগদ টাকা, মোবাইল ফোন সেট, রিচার্জের কার্ড সহ আনুমানিক দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি জানান, গতকাল রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আজ সকালে দোকানে প্রবেশ করে চুরির বিষয়ে নিশ্চিত হন। দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বাজার ব্যবসায়ী কমিটিকে অবগত করেন।
বাজারে নৈশ প্রহরী থাকা সত্বেও বার বার চুরির ঘটনায় সাধারন ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
বাঙ্গরা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জহর মোল্লা এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি এ বিষয়টি নিয়ে বাজার কমিটির সাথে আলোচনায় বসবেন।