ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 3749 বার
জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি।
আহত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সাব্বির আহমেদ সুবীর বলেন, “রাত সাড়ে ১১টার দিকে ছলিমাবাদ ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী বাবু চেয়ারম্যান ঘরে ঢুকে স্বপনকে লক্ষ্য করে ৬/৭টি গুলি করে। এসময় স্বপনের গায়ের বিভিন্ন স্থানে চারটি গুলি বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।”
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, “আহত চেয়ারম্যান স্বপন সন্ত্রাসী বাবুকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। বাবুকে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”