দিপু আহমেদ (লাউর ফতেহপুর প্রতিনিধি) | রবিবার, ১৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 2976 বার
উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের ভিতর দিয়ে চলাচলে যে কয়টি সড়ক আছে সামান্য বৃষ্টিপাতে কাদাযুক্ত হয়ে তা দিয়ে আসা যাওয়ায় ওই গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। দিনের পর দিন বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতার কারনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও বয়স্ক নারী পুরুষের চলাচলে কষ্টের শেষ নেই বলে ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন।
বাড়িখলা গ্রামে সরজমিন ঘুরে দেখা গেছে, উচুনিচু কাদাযুক্ত ওই সড়কপথে মোটর সাইকেল নিয়ে যাতায়াতে ব্যর্থ হয়ে এ প্রতিবেদক পায়ে হেটে কিছুটা পথ এগিয়ে কয়েকজন যুবকের সাথে কথা বলেন। তারা সবাই ওই গ্রামের ‘বাড়িখলা সমাজ কল্যান পরিষদের’ সদস্য। উজ্জল,অপু,শামিম,আজাদ তারা স্ব-উদ্যোগে গ্রামবাসীর কাছ থেকে টাকা তুলে সেচ্ছাশ্রমে একটি সড়ক মেরামত করার সিদ্ধান্ত নেন। গতকাল তাদের চেষ্টায় সড়কটি পুর্নতা রুপ পায়। উক্ত সংঘটনের সদস্যদের এ কার্যক্রমে অনেকেই ভুয়সী প্রশংসা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |