| বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬ | পড়া হয়েছে 880 বার
কক্সবাজারের টেকনাফে এক পরিত্যক্ত বাড়ি থেকে নয় কোটি টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩/৬) বিকেলে টেকনাফের পুরাণ পল্লানপাড়া থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পুরাণ পল্লানপাড়ার ওই বাড়িতে অভিযান চালায়। বিজিবির গতিবিধি টের পেয়ে ইয়াবা মজুদকারিরা সরে পড়ে। বাড়িতে তল্লাসি চালিয়ে বেশ কয়েকটি ইয়াবার পুটলা জব্দ করে। পরে তা গুণে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবা বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে।