বিটঘর প্রতিনিধি ঃ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 768 বার
“প্রবীনদের সেবা করবো,সবাইতো প্রবীন হবো”এ শ্লোগানে সিদীপ (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাক্টেসিস)বিটঘর শাখার আয়োজনে শিক্ষা সহায়তা কর্মসুচীর আওতায় স্কুলের ঝড়ে পড়া রোধ রোধ করতে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
একই সাথে উক্ত শাখার বার্ষিক সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীন সম্মাননা অনুষ্ঠােনের আয়োজন করা হয়।
গতকাল ৮ জানুয়ারি আয়োজিত উক্ত বৈঠকের
সভাপত্বিত করেন স্থানীয় আলোর দিগন্ত সাহিত্য পরিষদ এর সভাপতি মাসুম মির্জা।
এতে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু তাহের এরিয়া ম্যানেজার। এসময়
বিশেষ অতিথি ছিলেন সামসুন্নাহার বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই,শিক্ষা সুপার ভাইজার রুবিনা আক্তার, রহিমা খানম সম্পাদিকা আলোর দিগন্ত।
আরো উপস্থিত ছিলেন, স্থানীয় প্রবীন পুরুষ কামাল খান,সচিন্দ্র চন্দ্র দাস ও প্রবীন মহিলা নুরজাহান বেগম।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে গজল, ছড়া আবৃত্তি,গান,নাটক,কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে তিন জন করে পুরুস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলো – ছড়া আবৃত্তি ১ম সানজিদা, ২য় মানিমা, ৩য় কবিতা।
গজল ১ম আবু বক্কর ২য় সুমিতা ৩য় ফারহান।
গান ১ম সুমিতা ২য় সুমাইয়া ৩য় রানি দাষ।
নাটক সানি ১ম তমারানি দল ২য় কবিতা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ম্যানেজার বিজন কান্তি ঘরামী।