মাসুম মির্জা | শনিবার, ০৮ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 1713 বার
নবীনগর উপজেলার প্রবীন ব্যক্তিত্ব বিশিষ্ঠ শিক্ষাবীদ, ভাষা সৈনিক, সাংবাদিক ফরিদ খা গত ১৩ জুন না ফেরার দেশে চলে যান। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন তমুজদ্দিন মজলিশের প্রতিষ্ঠাতা। প্রফেসার ফরিদ খার মৃত্যুতে এলাকাবাসীর উদ্যোগে আজ ৭ জুলাই বিটঘর শাহী মসজিদে দোয়া ও মিলাদ পড়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী আলী খান।স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি আহাম্মদ আলী খান সহ শতাধিক মুসল্লী।
শেষে দোয়া পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুল বারী।