স্টাফ রিপোর্টার | সোমবার, ১১ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1778 বার
‘মাদক মুক্ত সমাজ চাই’ এ স্লোগানে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ বিটঘর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সোমবার (১১/৭) সকালে মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে এলাকায় মাদক বিরোধী র্যালী বের করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানিয় চেয়ারম্যান হাজী আবুল হোসেন। উক্ত আলোচনা সভা ও মাদক বিরোধী র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক,শিবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শরিফ সৌকত ওসমান,আওয়ামীলীগ নেতা কবির আহমেদ,যুবুলীগ নেতা হুমায়ন কবির,হাসেম মাহমুদ (সোহাগ),তরিকুল ইসলাম (রবিন)।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী হুমায়ন কবির, ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ।