মাসুম মির্জা | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 822 বার
‘শিখবে শিশু হেসে খেলে,শান্তিময়পরিবেশ পেলে’ এ শ্লোগানে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সকল প্রাইমারী স্কুলের অংশগ্রহণে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিটঘর উঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস্টার মাঠে আয়োজিত উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপত্বিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কাইউম ভুইয়া।
উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ওই ইউনিয়নের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করেন।
এসময় বিচারকের দায়িত্বে ছিলেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষক মন্ডলি সহ আমন্ত্রিত অতিথিগণ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মেজবাহ উদ্দিন সরকার।