নাজিম আহমেদ | রবিবার, ১৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1966 বার
নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে এক স্কুল ছাত্রের অসহনীয় বখাটেপনায় অতিষ্ঠ হয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষক বরাবর মৌখিক অভিযোগ দিলে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক মণ্ডলী মিলে তাকে স্কুল থেকে বহিস্কার করেন।
বহিষ্কৃত ওই ছাত্রের নাম ছাব্বির খান। সে উক্ত প্রতিষ্ঠানের দশম শ্রেনীর ছাত্র ছিল।
ছাব্বির খান ব্রাহ্মণবাড়িয়া সদরের কামাল খানের ছেলে।
সে বহু বার ইভটিজিং ও স্কুল ছাত্রীদের আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ স্কুল কর্তৃপক্ষ তাকে সু-পথে ফেরার পরামর্শও দিতেন। এরপরেও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর অভিযোগ রয়েছে তারা স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে সে পথ আগলে রেখে নানান অরুচিকর কথা শুনাত।
বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির লোকজন জানান, বার বার সর্তক করার পরও ছাব্বিরের চারিত্রিক কোনরুপ পরিবর্তন না আসায় গত সোমবার (৮ ই আগষ্ট )স্কুল কর্তৃপক্ষ মোঃ ছাব্বির খানের মা পারভীন আক্তারের উপস্থিতিতে দায় স্বীকার স্বাপেক্ষে ছাড়পত্রে স্বাক্ষর করেন।