ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 2747 বার
নবীনগর উপজেলার পুর্বাঞ্চলের বিটঘর বাজারের স্বর্নকার পরিমল লাল দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পরিমল লাল দাসের বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে চুরের দল ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে আলমারিতে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।এর আগে চুরেরা ঘরের সবাইকে চেতনা নাশক ঔষধ শুকিয়ে অজ্ঞান করে বলে এলাকাবাসী জানায়।
বিটঘর ইউনিয়নের বাসিন্দা পরিমল লাল দাস বিটঘর বাজারের স্বর্ণ দোকানদার। এ ঘটনার পর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি জাফর দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।