ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 859 বার
নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মোঃ আল আমিন (২৫)। সে মহেশপুর গ্রামের মৃত মোঃ মুজিবুর রহমান এর ছেলে।
সুত্র জানায়, শনিবার (১৩ ই আগষ্ট) বিকালে বিটঘর বাজার থেকে ওই রিকশা চালক ঢেউটিন নিয়ে গুড়িগ্রামের উদ্যেশে মোঃ মশিউর রহমান (দুবাই প্রবাসী) তার স্ত্রী ফুজিয়া বেগম এর বাড়িতে যায়। ওখানে পৌছে রিকশা থেকে টিন নামানোর সময় আকস্মিক ওই বাড়ির রান্না ঘরের পাশে রাখতে গিয়ে বিদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।