ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৭ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 10195 বার
দলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার প্রায় সাড়ে চার মাসের বেশি সময় পর নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে ১৯ স্থায়ী কমিটির মধ্যে ১৭ সদস্যের নাম, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যানসহ মোট ৫০২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত বি.এন.পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদের তালিকায় নবীনগরের তিনজনের নাম রয়েছে। উক্ত তালিকায় তকদির হোসেন মোঃ জসীম ও নবীনগরের চার বারের সংসদ সদস্য কাজী মোঃ আনোয়ার হোসেন পূনরায় সদস্য পদে নির্বাচিত হন।
এছাড়াও কেন্দ্রীয় জাসাসের যু্গ্ম সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন ভূঁইয়া শিশির বি.এন.পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হন।
উল্যক্ষ্য, তকদির হোসেন মোঃ জসীম (বীরগাও) কাজী আনোয়ার হোসেন (যশাতুয়া ) সালাহ্ উদ্দিন ভূঁইয়া শিশির (ধনাশী) গ্রামের বাসিন্দা।