ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 3321 বার
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের পীরবাড়ি এলাকায় পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে বাহার মিয়া (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।গতকাল সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের পীড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের নাসির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক মামুন বীরগাঁও গ্রামের শাফি মিয়ার ছেলে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মামুন রাতে বাহারকে শহরের পীরবাড়ি এলাকার মিন্দালিপাড়ায় ডেকে এনে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।