খান জাহান আলী | সোমবার, ০৪ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 3788 বার
নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে আজ সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর সময় ছাত্রকে চড় মারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে৷ গুরুতর আহতবস্থায় সোহাগ, রাসেল, মফিজ মিয়া, রিপন ও স্বপনকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অপর দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে গ্রাম্য আধিপত্য বিস্তারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয় ৷ গুরুতর আহত হান্নান মিয়া, আমির হামজা, সালাম মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়৷