এইচ এম জাকির | সোমবার, ১২ জুন ২০১৭ | পড়া হয়েছে 2316 বার
বৃষ্টি পড়ছে স্বপ্ন জমছে
আমার মনের কোণে,
অজানায় আজ হারিয়ে যাবার
ইচ্ছে জাগে মনে।
উদাসী করা মেঘের ভেলা
দৃষ্টি কেড়ে নেয়,
পুরনো স্মৃতি আজ মনে পড়ে
কত আনন্দ দেয়।
আবেগের বশে জানালার পাশে
বসে আছি একলা,
কখন আসবে তুমি কাছে
আসবে কোন বেলা।
তোমার আশায় বিভোর থেকে
হিয়ায় জাগে শিহরণ,
আজ প্রাণে খুশীর ঢেউ
হওয়াতে বৃষ্টির আগমন।