ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1317 বার
সদ্য অনুষ্ঠেয় ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১২ নং ওয়ার্ড (নবীনগর) থেকে নির্বাচিত হন আওয়ামীলীগ দলীয় সমর্থীত প্রার্থী বোরহান উদ্দিন আহাম্মেদ। উক্ত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে বোরহান উদ্দিন আহাম্মেদ আনুষ্ঠানিক ভাবে গতকাল শনিবার স্থানীয় চারগ্রামের ঈদ্গাহ মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।
নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি ও নর্ব নির্বাচিত জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহাম্মেদ ওই অনুষ্ঠানে বক্তব্যে বলেন, নির্বাচনে আমার পক্ষ্যে চারগ্রামের মানুষজন যে আন্তরিকতা দেখিয়েছে তা আমাকে অভিভূত ও বিজয়ী করতে গুরুতপুর্ন ভুমিকা রাখে। আমি এ কারনে চারগ্রাম সহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র মাঈন উদ্দিন, নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, নবীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহিদুল হক, সাবেক চেয়ারম্যান সুরুজ খাঁ, আব্দুল আহাদ সহ স্থানীয় নেতৃবর্গ।
শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।