ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৪ মে ২০১৬ | পড়া হয়েছে 1658 বার
‘পথ তারার ইশকুল’ স্কুল তবে আর দশটির চেয়ে একটু আলাদা। এটি সমাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের স্কুল। যারা তিনবেলা পেট পুরে খেতে পায় না। পায় না ঠিকমতো লেখাপড়ার সুযোগও। মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এসব শিশুদের জন্য উদ্যোগী হয়ে উঠেছে কিছু স্বপ্নবাজ তরম্নণ।
ব্রাম্মণবাড়িয়ার কয়েকজন তরুন ছিন্নমুল আর দরিদ্র পথশিশুদের অক্ষর জ্ঞাণ শেখানোর প্রয়াসে ‘পথ তারার ইশকুল’ নামে শহরের ট্যাংকের পাড় এলাকায় একটি শাখা খুলেন। গতকাল শুক্রবার ব্রাম্মণবাড়িয়া সদর থানার (ওসি) শাহজাদা সুলতান এর উদ্ভোধন করেন। স্থানীয় তরুনদের এ মহতি উদ্যোগ সর্ব মহলে প্রশংসীত হয়েছে।
উদ্ভোধন শেষে শাহজাদা সুলতান ‘পথ তারার ইশকুল’ চালুর ব্যাপারে উদ্যোগদাতা আফনান ও তার দলের ভুয়সী প্রশংসা করেন, তিনি মনে করেন এই পথ তারার স্কুলটি ব্রাহ্মণবাড়িয়ার ছিন্নমুল শিশুদের নিরক্ষর থেকে শিক্ষিত করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |