ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1102 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দাড়িয়াপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক সাতটায় সন্ত্রাসীদের ছুরির এলোপাথারি আঘাতে জহিরুল (৪৮) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি পয়াগ নরসিংসার।
স্থানীয় সুত্র জানায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে সারের ব্যবসা করতেন। বাড়িতে যাওয়ার সময় পৈরতলা রেলক্রসিংয়ের দাড়িয়া পুর নামক সিএনজি থেকে নামিয়ে দাড়ালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। তখন উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসীরা কুপিয়ে যাওয়ার সময় এলাকা বাসি দুই ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।