আমিনুল ইসলাম | শনিবার, ০৫ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 1362 বার
নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে বৃহস্পতিবার(৩ রা আগস্ট) বেলা এগারটার দিকে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। কবির হোসেনের উপস্থাপনায় এসময় ওই ছাত্রের স্মৃতিচারন করেন সহকারী প্রধান শিক্ষক শাহনোয়াজ আলম, মোস্তাফিজুর রহমান (নান্নু মাস্টার),বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম,সাজিদুল ইসলাম,তাহমিনা আক্তার,ইসরাত জাহান,আতিকুল রহমান, নাছির উদ্দীন,আদেল করিম,মোঃনাজির হোসেন,কাজী আল আমিন,হাফিজুর রহমান ভূইয়া প্রমুখ।
এ সময় তার পরিবারের সকল সদস্য ও প্রতিশ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
সে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের মোঃরিনু মিয়া ছেলে।
বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসম্সত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন খাইর উদ্দীন স্যার।
উল্লেখ্য,সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবি শিক্ষার্থী ছিল।১০ দিন যাবত চিকুনগুনিয়ার জ্বরে আক্রান্ত হলে,ধীরে ধীরে সে দুর্ভল হয়ে পরে।গত ৩০ শে জুলাই রবিবার ৪:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে।