ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 6193 বার
নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে স্থানীয় কয়েকজন তরুন মাদক বিক্রির সময় এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
বৃহস্পতিবার (৮/৯) রাত সাড়ে নয়টার দিকে রায়হান (৩০) নামে ওই মাদক ব্যবসায়ীকে এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় আটক করে তারা । রায়হান ওই এলাকার দক্ষিনপাড়ার কানু মিয়ার ছেলে।
সুত্র জানায়, স্থানীয় কয়েকজন সচেতন যুবক বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামকে মাদক মুক্ত করার প্রত্যয়ে বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, ওই এলাকার উত্তরপাড়ার তানভীর চোধুরী, পলাশ খন্দকার, ইয়াসিন,শাহাদাত চোধুরী, সিদ্দিক, আলাউদ্দিন রাতে বাড়ির পাশে আড্ডা দেয়ার সময় রায়হানের চালচলনে সন্দেহ জনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে মাদক বিক্রির বিষয়টি প্রকাশ পায়। পরে তারা তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শিবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
শিবপুর ফাঁড়ির দায়ীত্বরত এস আই রেজাউল করিম নবীনগর টুয়েন্টি ফোর ডটকম’কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।