ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 2381 বার
নবীনগর উপজেলা সদর হতে শ্যামগ্রাম-মাঝিয়ারা জীবনগঞ্জ বাজারের উপর দিয়ে বাঞ্চারামপুর যাতায়াতের সড়ক পথের শ্যামগ্রাম ইউনিয়নের জল্লীগ্রামের আমির মোত্তারের বাড়ির সংলগ্ন সড়কের পাশে থাকা একটি বড় গাছ ভারি বর্ষণের ফলে উপরে সড়কের ৮৫%ভেঙ্গে পার্শ্ববতী পুকুরে পড়ে যায়। গতকাল ২৪ জুলাই সকালে এ চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানায়, গত ক’দিনের অবিরত বর্ষণে গোড়ার মাটি নরম হয়ে বিশালাকারের গাছটির পার্শ্ববতী পুকুরে পতন ঘটে। ফলে মূল সড়কের ৮৫% ধসে পড়ে গাছের শেকড় উপড়ে যাবার কারনে।
উক্ত সড়কে ঝুঁকি নিয়ে টমটম বা অটোরিক্সা চলাচল করতে পারলেও বড় গাড়ী চলাচল বন্ধ রয়েছে। অার মাত্র সামান্য কিছু অংশ ভেঙ্গে পড়লে সম্পূর্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
উল্লেখ্য, উক্ত সড়কটি নবীনগর সহ পশ্চিমাঞ্চলীয় জনগন বানচ্ছারামপুর কড়িকান্দি ফেরিঘাট হয়ে স্বল্প সময়ে ঢাকায় যাতায়াত করে থাকে।