নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1020 বার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার রাতে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থল মিয়ানমার ছাড়াও ভারত ও চীনের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত মানুষ ভবন ছেড়ে রাস্তায় খোলা স্থানে চলে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে এএফপির খবরে জানানো হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কলকাতা, শিলং, গুয়াহাটি ও পাটনায় ভূকম্পন অনুভূত হয়। কম্পনের সঙ্গে সঙ্গে আতঙ্কে কলকাতার বহু বাসিন্দা তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে তীব্র মাত্রার ভূকম্পন হয়েছে। ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়।