ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 2158 বার
বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার (২৮/৪) বিকালে ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বেলা ২ টায় শুরু হওয়া উক্ত খেলায় ভোলাচং ঋষি পাড়া ক্রিকেট একাদশ বনাম রাউৎহাট ক্রিকেট একাদশ মুখোমুখি হবে।
ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মন্তোষ কুমার চক্রবর্তী উক্ত খেলায় সভাপতিত্ব করবেন।
এতে প্রধান অতিথি হিসাবে পৌর মেয়র মাঈন উদ্দিন উপস্থিত থাকবেন বলে টুর্নামেন্ট কমিটি জানিয়েছেন।
উল্যেখ্য, গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় ঋষি সম্প্রদায় দেশের বিভিন্ন স্থানের ঋষিদের নিয়ে এ খেলার আয়োজন করে আসছে।