ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৭ মার্চ ২০১৯ | পড়া হয়েছে 627 বার
আজ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ভোলাচং গুডমর্নিং কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলাচং উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির ফয়সাল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের কার্যকরি পরিষদের সদস্য শামসুল হক, গোলাম মাওলা ভুইয়া, জসিম উদ্দিন, শাহানা বেগম (মহিলা সদস্য),সমাজ সেবক হারুন মিয়া, শিক্ষক সাহজাহান মিয়া,মাসুদুর রহমান, ফেরদৌস আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ভোলাচং গুডমর্নিং কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পার্থ চক্রবর্তী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফ উদ্দিন ও বাবুল মিয়া।