ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3930 বার
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের নিকট শনিবার (২৪/৯) রাতে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে টাকা চেয়ে এক প্রতারকের ফোন আসে। ওই প্রতারক ফোনে জানান, রতনপুর ইউনিয়নের এক মহিলা স্বাস্থ্য মন্ত্রীর বাসায় কাজ করেন। তিনি গতকাল মারা গেছেন, এ কারনে ওই মন্ত্রী এক লক্ষ টাকা প্রদান করবেন। এখন চেয়ারম্যানকে লাশ আনার জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম কে ২০০০০ টাকা প্রদান করার কথা বলে একটি বিকাশ নম্বর দেয়া হয়। আরো বলা হয় টাকা পাঠিয়ে এস আই কামরুল ও এডিসি জেনারেল এর সাথে কথা বলুন, তখন ০১৭৮০৪৬৫১১০, ০১৭১৮৫৯৯০৪৮ নাম্বার গুলো দিয়ে যোগাযোগ করতে বলা হয়।
চেয়ারম্যান জানান, তাৎক্ষনিক বিষয়টি সন্দেহ হলে তিনি নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদকে অবগত করেন।
ওসি জানান, সম্প্রতি সময়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |