পাঠকের মতামত | মঙ্গলবার, ০৭ জুন ২০১৬ | পড়া হয়েছে 3319 বার
নবীনগর হাসপাতাল পাড়ার (বালুর চর) একটি সড়কের চিত্র দেখুন। আমাদের প্রাণপ্রিয় মাননীয় মেয়র মহোদয় একবার ভাবুন সামান্য বৃষ্টি হলেই সড়কটির এই করুন দশার কারনে ওই এলাকার পথচারীদের যাতায়াতে কি যে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়, তা হয়তো উপলব্ধি করতে পারছেন।
আপনি নিজেও নাকি সরজমিনে গিয়ে এ চিত্র দেখে এসেছেন, সে কথাও (প্রতিবেদক) জানালেন বালুর চর এলাকার অবহেলিত লোকজন।
পাশাপাশি আপনি অচিরেই সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসিকে প্রতিশ্রুতিও নাকি দিয়ে এসেছেন।
কিন্তু মাননীয় মেয়র দিন যায়, মাস যায়, এলাকাবাসির চলাচলের একমাত্র এই গুরুত্বপূর্ণ সড়কটির চেহারা আর পরিবর্তন হচ্ছেনা, হচ্ছেনা সংস্কারও।
তাই এলাকাবাসি পবিত্র রমজান শুরুর প্রাক্কালে রাস্তাটি সংস্কার এর শুরুটা অন্তত দেখতে চেয়ে আপনার সুদৃষ্টি কামনা করেছেন।।
মাননীয় মেয়র রাস্তাটির সংস্কারে একটু সু-নজর দিবেন কি?
লেখা- গৌরাঙ্গ দেবনাথ অপু (সাংবাদিক)
ছবি ক্রেডিট- হাবিবুর রহমান।