ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 311 বার
নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ১২১ নং মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশের আয়োজন করা হয়।
স্কুল কমিটির সভাপতি ওয়ালিউর রহমান বাবুল এর সভাপতিত্বে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রানকৃষ্ণ দেবনাথ, স্কুল কমিটির সাবেক সভাপতি ফজলুল হক ভুইয়া,সদস্য ডাঃ খলিলুর রহমান , বাহাউদ্দিন আকন্দ , সহঃ শিক্ষক সঞ্জয় বাবু ,আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা উপস্থিত সব মায়েদের উদ্যেশে বলেন, মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।