দিপু আহমেদ | শনিবার, ১৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1193 বার
মুরাদনগরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩/৮) বেলা সাড়ে ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এই ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা আরো উন্নতি অর্জন করবে। এছাড়া ডিজিটাল ল্যাবের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরো অধিকতর জ্ঞান অর্জন করতে পারবে।
প্রধানমন্ত্রী এসময় ১৫ আগস্টে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার,আকুবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ কন্ট্রাক্টর, বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন অভিভাবক সদস্য আমির হুসেন, বর্তমান সদস্য আবুল বাসার।
ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক, প্রফেসর সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ । এসময় কুড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।