ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1183 বার
উপজেলার জিনদপুর ইউনিয়নের হরুয়া গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক রাজনীতিবিদ একেএম সাইফুল হক ( হক স্যার ) এর ৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার মরহুমের পরিবারের পক্ষ থেকে নিজ বাসভবনে কোরআনখানি, জিকির আসকার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে মরহুমের জ্যৈষ্ঠ পুত্র পুলিশ কর্মকর্তা আজিজুল হক পিন্টু আত্মীয় স্বজন,শুভাকাঙ্গী সহ সকলের নিকট পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন