| মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 2625 বার
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মেরকুটা (পূর্বপাড়া) এলাকায় গত পাঁচদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির পারিবারিক সুত্র জানায়, তার নাম কিবরিয়া(৩০)।সে গত ২৯ মার্চ দুপুরের থেকেই নিখোঁজ রয়েছেন।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়ী ও আশেপাশের সকল গ্রামে খোঁজ করেও কিবরিয়ার হদিস মিলাতে পারেনি। তারা জানান,নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিলো ফুল হাতা লাল কাল রঙ্গের ডুরালো গ্যাঞ্জি,ফুল প্যান্ট নীল রঙের ,তার উচ্চতা আনুমানিক ৬ ফুট, গায়ের রং ফর্সা।
যদি কোন সু-হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পান ।
নিম্ম-ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
যোগাযোগ
অনিম মিয়া
গ্রামঃ মেরকুটা উপজেলাঃনবীনগর জেলাঃব্রাম্মনবাড়িয়া
মোবাইল নং 01871861262