ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৫ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 323 বার
আসন্ন নবীনগর পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এড.শিব শংকর দাস গত কয়েকদিন ধরে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগ ছাড়াও তিনি বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে জনসভায় মিলিত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল (২৪/৮) সন্ধ্যায় পৌর এলাকার ৯ নং ওয়ার্ডস্থ ভোলাচং পশ্চিম পাড়ায় এক জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় মেয়র পদ প্রত্যাশী এডঃ শিব শংকর দাস ওই এলাকার নবীণ প্রবীণদের সাথে উঠোন বৈঠকে নির্বাচনী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্যে বলেন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় সর্মথন নিয়ে এবারের পৌর নির্বাচনে অংশ নিবেন এমনি আশাবাদ ব্যক্ত করলেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গির আলম,এস এম মুজিব, রিপন সর্দার, সংকর দেব, চন্দ্রজিত রায় প্রমুখ।