আলী করিম খন্দকার | সোমবার, ০১ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 1168 বার
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামে আজ ১লা জানুয়ারি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচীর আওতায়
‘ইনার হুইল ক্লাব-অফ ঢাকা-নর্থ ওয়েস্ট’ এর আয়োজন করে।
উক্ত কার্যকমে শহস্রাধিক রোগিদের মাঝে এ সেবা দেয়া হয়।
সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকার বড় বাড়ি প্রাঙ্গন লোকে লোকারণ্য বিরাজ করছে।
আয়োজক সুত্র জানায়, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এ সেবা। এতে এক হাজারেরও বেশি রোগিদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
দিন ব্যাপী এ কার্যক্রমে ছয়জন বিশেষজ্ঞ ডাঃ এসব রোগি দেখেন।
বাউচাইল যুব সমাজের সহযোগিতায় উক্ত কার্যক্রম পরিচালনা করেন বারডেম হাসপাতালের জেনারেল প্র্যাক্টিশনার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সোহেলী সাত্তার।