ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 867 বার
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি বিশাড়া গ্রামে জিন্দা অলি দয়াল বাবা বাচ্চু শাহ্ এর ৪৯তম ২দিন ব্যাপি বাৎসরিক ওরশ আগামী কাল শনিবার (০৪/০২) থেকে শুরু হচ্ছে। উক্ত ওরশে সভাপতিত্ব করবেন রতনপুর ইউপি চেয়ারম্যান জি,এস রুহুল আমিন।
উক্ত ওরশ কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।