ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2404 বার
উপজেলার রতনপুর ইউনিয়ন এলাকা থেকে সোমবার (২৪/১০) ভোর রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি সহ ওয়ারেন্টভুক্ত মামলার তিন আসামীকে আটক করেছে।
থানার দায়ীত্বরত ডিউটি অফিসার এস আই বিল্লাল জানান, উক্ত থানার এস আই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে রতনপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি কাজী ফিরুজ মিয়ার ছেলে ফখরুল ইসলাম, আব্দুর রশিদের ছেলে শামিম ও একই ইউনিয়নের শাহপুর গ্রামের অনিল দেবের ছেলে শ্যামল দেবকে গ্রেফতার করা হয়।
আটককৃত ওই তিন আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে থানা সুত্র জানায়।