জহিরুল হক বুলবুল | রবিবার, ১২ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 2353 বার
গতকাল শনিবার (১১-০৩) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ব্রাম্মণবাড়িয়া-৫ (নবীনগর) চার বারের সাবেক এমপি আলহাজ কাজী মোঃ আনোয়ার হোসেনের কুলখানী অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ নজরুল ইসলাম খাঁন, ইঞ্জি: ড. মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী দুলু, আব্দুল খালেক, কাজী রফিক, কামাল উদ্দীন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুন, জেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ও উপজেলা আ ’লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা বক্তব্য রাখেন । বক্তারা কাজী আনোয়ারের জীবন কর্মের উপর বিষদ আলোচনা করেন। পরে বিশেষ মিলাদ ও কোরআনখানী অনুষ্ঠিত হয়।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র কাজী নাজমুল হোসেন তাপস বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থণা করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।