অনলাইন ডেস্ক | সোমবার, ১৬ মে ২০১৬ | পড়া হয়েছে 1745 বার
আমরা জানি কোকাকোলা আমাদের শরীরকে কিভাবে ক্ষতি করে। নানান প্রচারনার পরও কোকাকোলার আধিপত্য বাজারে কমে যায়নি। তাই বলে আমরাও থেমে যাবো না। আমরা আমাদের প্রচারণা বাজে খাবারের প্রতি চালিয়েই যাবো।
নতুন একটি পানীয় বাজারে এখন খুব জনপ্রিয়। তার নাম হচ্ছে ‘রেডবুল’। শক্তিবর্ধক এই পানীয় নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা।
এই এনার্জি বৃদ্ধিকারক পানীয় আপনার দেহের মধ্যে একধরণের ব্যকটেরিয়া তৈরী করে। যা আপনার ত্বকে সরাসরি আঘাত আনে। রেডবুল পানে দিন দিন আপনার ত্বক হয়ে যাবে রুক্ষ। চামড়া খসে পড়বে, এমনটাই জানিয়েছে ইউনিভারসিটি অফ শিকাগো।
আপনার পাকস্থলীতেও এর বাজে প্রভাব বিদ্যমান। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে ক্রমবর্ধমান রক্তচাপ বৃদ্ধিতেও সক্রিয় ভুমিকা পালন করে এই রেডবুল।
অনেকেই কেবল ক্যাফিন পেতেই এনার্জি ড্রিংকস পান করেন। অনেকে প্রতিদিন এই ধরণের পানীয় পান করেন তাদের ব্যস্ত সপ্তাহে কাজ করার জন্য যা সম্পূর্ণ ভুল।
এই পানীয়র উপর নির্ভর করলে আমাদের দেহ একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসে। এই পানীয় পান করলে আমাদের রাতে ঘুমের সমস্যা হবে। খাওয়াতে রুচি চলে যাবে। শারিরিক বিপর্যয় নেমে আসবে।
এই এনার্জি ড্রিংকে যে ক্যাফিন তা আপনার শরীরে স্রোতের মত শোষিত হতে শুরু করে এবং আপনার শরীরের হৃদস্পন্দন এবং রক্তচাপ বৃদ্ধি করে দেয়।