| মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 511 বার
নবীনগর পৌরসভা নির্বাচনে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে মহিলা সহ ১২ জন আহত হয়। ভোটগ্রহণ চলাকালীন সময়ে ৬ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে লাইনে দাড়ানোর তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষ বাধে।
গতকাল নারায়নপুর সওদাগর পাড়ায় বিজয়ী কাউন্সিলর ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে এ সংঘর্ষ বাধে।
আহতরা হল, সাদু মিয়া, স্বপন মিয়া, সুফিনা বেগম, জুয়েল রানা, হাসেনা বেগম, নোরাজিস, রিফাত, লোকমান ও সাদ্দামকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নবীনগর থানার ওসি রণোজিত রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।