এনামুল হক এনাম | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 2107 বার
উন্নয়নের পুর্বশর্ত যদি হয় উন্নত যোগাযোগ ব্যবস্থা তাহলে অনুন্নত এলাকা হিসাবে পিছিয়ে রয়েছে নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের জনপদ।
স্থানীয় সুশীল মহলের ধারনা শুধুমাত্র উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকায় এ অঞ্চল অর্থনৈতিক দিক ও শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে রয়েছে এখনো। অন্য একটি সুত্র জানায়, শুধুমাত্র রাজনৈনিক কোন্দল থাকার কারনে এ এলাকায় উল্যেখযোগ্য কোন উন্নয়নের ছিটেফোঁটা লাগেনি। যে কারনে বর্তমান সরকারের উন্নয়নের চিত্রে তারা এখনো নিজেদের বদলাতে পারেনি। বাশারুক গ্রামের মানুষজন ছাড়াও আশেপাশের কয়েকগ্রামের মানুষজনের উপজেলা শহরে আসাযাওয়ার একমাত্র মাধ্যম এ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরপুর সড়কটির অনেক স্থানে ছোটবড় গর্তের কারনে চলতি মৌসুমে সামান্য বৃষ্ঠিপাতে পানি জমে থাকে দিনের পর দিন।
বাশারুক গ্রামের বাসিন্দা রাজধানীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অধ্যায়নরত এনামুল হক জানান, নবীনগরের সাংসদ ফয়জুর রহমান বাদল এমপির ঐক্যান্তিক প্রচেষ্ঠার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় চলতি সময়ে কয়েকশ কোটি টাকার উন্নয়ন বদলে দিয়েছে সেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত গ্রামগুলোর চিত্র। তিনি এসব উন্নয়নের ধারাবাহিকতায় বাশারুক গ্রামের মানোন্নয়নে সাংসদের দৃষ্ঠি কামনা করেন।