ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৮ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 1356 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী ডিজিটাল কন্টেন্ট, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, কিশোর বাতায়ন এবং ইন্টারনেট ব্রাউজিং এর উপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোকাররম হোসেন এর নির্দেশনায় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আল আমীন খান এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এ কর্মশালার শুভ উদ্ভোধন করেন স্কুলের পাঁচ পাঁচ বারের সভাপতি, তারুণ্য দীপ্ত রাজনীতিক,বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার জাকির আহাম্মদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতেহপুর কেজি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান কবির,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর ট্রেইনার জনাব ইমতিয়াজ বেগ ইমন।