মোঃ সোহেল মিয়া | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 845 বার
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০/১)জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলাকার গন্যমান্য সুধীজন, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের উপস্থিতিতে যেমন খুশি তেমন সাজো, নৃত্য, অভিনয়,গান,কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা।
ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ, প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চিত্তরঞ্জন পাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান, শফিকুল ইসলাম ভুইয়া, আবুল কাশেম মোকাদ্দোছ, সৈয়দ আব্দুল কাইয়ুম, আল আমিন খান প্রমুখ।