ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৪ এপ্রিল ২০১৯ | পড়া হয়েছে 906 বার
লাওসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (১৩ এপ্রিল) শনিবার বিকালে ওই দেশের রাজধানী ভিয়েনতিয়েন শহরের ব্যস্ততম এক সড়কে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মমিন কাজল নামে মোটরসাইকেল আরোহির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নিহত ওই যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের জহিরুল ইসলাম জহর মিয়ার ছেলে। ৪ ভাই ৩ বোনের মাঝে সে ২য়।
নিহতের পারিবারিক সুত্র জানায়, আজ থেকে ৫ বছর আগে মমিন প্রবাসে যায়। মাঝখানে ছুটিতে দেশে এসে আবারো কর্মস্থলে ফিরেন তিনি। সদা হাস্যোজ্জল মমিনের মৃত্যু তার সমবয়সীদের কেউওই মানতে পারছেন না। তার একটা ছেলে সন্তান রয়েছে। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্যেখ্য,চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার এর প্রতিবেশী রাষ্ট্র লাওস।